সংবাদ শিরোনাম ::
শর্মিষ্ঠা বিশ্বাস’র কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ৩০০ বার পড়া হয়েছে
কোজাগরী
জোছনা ছাতিম গাছের তলায়।
কোটর ছেড়ে দিয়েছে যে সব মনিষী
তাদের বয়স উনিশশো সাতচল্লিশের আশেপাশে।
জোছনার ফেরীওআলা বিকেলে ঘুগনি বিক্রেতা
আর
সন্ধায় চাঁদ পেড়ে খোসা ছাড়িয়ে ভেতরের সে-ই রাবণ মেঘনাদকে নিয়ে লেখা উপাখ্যান বিক্রেতা।
