রাজশাহী থেকে ট্রেন চলাচল বন্ধ
- আপডেট সময় : ০১:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ২৪২ বার পড়া হয়েছে
করোনার থাবায় সীমান্তবর্তী উত্তরজনপদের রাজশাহীর সঙ্গে রেল যোগযোগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। করোনার রুখতে রাজশাহী শুক্রবার থেকেই এক সপ্তাহের লকডাউ ঘোষণায় রেলওয়ের তরফ থেকে জেলার সঙ্গে চলাচলকারী সকল ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
রেল ভবন জানিয়েছে, ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটের তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী- বীমুসিই-রাজশাহী রুটের বাংলাবান্ধা এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের বনলতা এক্সপ্রেস এবং ঢালারচর-রাজশাহী-ঢালারচর রুটের ঢালারচর এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় করোনার সংক্রমণ রুখতে ১১ জুন ১৭ জুন পর্যন্ত রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী পাঁচটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এসময় রুট সংক্ষিপ্ত করে রাজশাহী-খুলনা-রাজশাহী রুটের সাগরদাড়ী এক্সপ্রেস, ঈশ্বরদী-খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-ভাঙা-রাজশাহী রুটের মধুমতি এক্সপ্রেস, ঈশ্বরদী- ভাঙ্গা-ইশ্বরদী, চিলাহাটি-রাজশাহী-চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস, চিলাহাটি-আব্দুলপুর-চিলাহাটি এবং রাজশাহী-গোবরা-রাজশাহী রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঈশ্বরদী-গোবরা-ঈশ্বরদী রুটে চলাচল করবে।
এর পাশাপাশি রহনপুর-খুলনা-রাজশাহী ও পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটের মেইল ট্রেনও বাতিল করা হয়েছে।
এদিন রাজশাহী থেকে মধুমতি, সাগরদাঁড়ী ও মহানন্দা এক্সপ্রেস ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে যাবে। যা ফিরতি পথে ইশ্বরদী এসে যাত্রা শেষ করবে। পরবর্তী দিন হতে ট্রেনগুলো ঈশ্বরদী হতে পরিচালিত হবে।

























