ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক দলের হাতে সিদ্ধান্তের ভার ছাড়ল অন্তর্বর্তী সরকার ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনী ট্রেনে বিএনপি ফেসবুকে বিকৃত ছবি প্রকাশ ও অশালীন বিকৃত ছবি ও অশালীন মন্তব্যে মামলা ঢাবি শিক্ষিকার প্রকৃতিতে শীতের পদধ্বনি, বাঙালির সংস্কৃতি ও অনুভূতির স্নিগ্ধ ঋতু নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানোর লক্ষ্য সরকারের ফের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ইউনূস লাল শাপলা নয়, শাপলা কলিতেই সন্তুষ্ট এনসিপি চিড়িয়াখানাকে শুধু রাজস্ব বা বিনোদনের মানদণ্ড ভাবা উচিৎ নয় : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার রিভিউ শুনানিতে নেপালের প্রধান বিচারপতি উপস্থিতি

রাজনৈতিক দলের হাতে সিদ্ধান্তের ভার ছাড়ল অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

রাজনৈতিক দলের হাতে সিদ্ধান্তের ভার ছাড়ল অন্তর্বর্তী সরকার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সংস্কার আসন্ন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা . আসিফ নজরুল তথ্য জানান। তিনি বলেন, সরকার অনেক আলোচনা আয়োজন করেছে, এখন আমরা চাই রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দিক। আমরা সেই নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চাই।

এর আগে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। . আসিফ নজরুল জানান, ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন বলে সভায় মত দেওয়া হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের জন্য ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি, একটি দলের পক্ষ থেকে ইতোমধ্যে আলোচনার আহ্বান এসেছে, এটিকে আমরা স্বাগত জানাই। তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের প্রস্তাবিতজুলাই জাতীয় সনদসংবিধান সংস্কার আদেশচূড়ান্তকরণ এবং গণভোট আয়োজন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

তবে তিনি স্বীকার করেন, কিছু সংস্কার প্রস্তাব গণভোটের সময়সূচি এবং বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতভেদ রয়েছে। এসব বিষয়ে দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “আমরা কোনও আল্টিমেটাম দেইনি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো ১৫ বছর একসঙ্গে আন্দোলন করেছে, তাদের আমরা একটু সময় দিচ্ছি। তবে প্রয়োজন হলে সরকার তার মতো করেই সিদ্ধান্ত নেবে।

সভায় ২৬-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজনৈতিক দলের হাতে সিদ্ধান্তের ভার ছাড়ল অন্তর্বর্তী সরকার

আপডেট সময় : ০৮:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সংস্কার আসন্ন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা . আসিফ নজরুল তথ্য জানান। তিনি বলেন, সরকার অনেক আলোচনা আয়োজন করেছে, এখন আমরা চাই রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দিক। আমরা সেই নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চাই।

এর আগে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। . আসিফ নজরুল জানান, ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন বলে সভায় মত দেওয়া হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের জন্য ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি, একটি দলের পক্ষ থেকে ইতোমধ্যে আলোচনার আহ্বান এসেছে, এটিকে আমরা স্বাগত জানাই। তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের প্রস্তাবিতজুলাই জাতীয় সনদসংবিধান সংস্কার আদেশচূড়ান্তকরণ এবং গণভোট আয়োজন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

তবে তিনি স্বীকার করেন, কিছু সংস্কার প্রস্তাব গণভোটের সময়সূচি এবং বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতভেদ রয়েছে। এসব বিষয়ে দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “আমরা কোনও আল্টিমেটাম দেইনি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো ১৫ বছর একসঙ্গে আন্দোলন করেছে, তাদের আমরা একটু সময় দিচ্ছি। তবে প্রয়োজন হলে সরকার তার মতো করেই সিদ্ধান্ত নেবে।

সভায় ২৬-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।