রাজনৈতিক দলের হাতে সিদ্ধান্তের ভার ছাড়ল অন্তর্বর্তী সরকার
- আপডেট সময় : ০৮:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সংস্কার ও আসন্ন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, সরকার অনেক আলোচনা আয়োজন করেছে, এখন আমরা চাই রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দিক। আমরা সেই নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চাই।
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ড. আসিফ নজরুল জানান, ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন বলে সভায় মত দেওয়া হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের জন্য ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, আমরা দেখেছি, একটি দলের পক্ষ থেকে ইতোমধ্যে আলোচনার আহ্বান এসেছে, এটিকে আমরা স্বাগত জানাই। তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ’ ও ‘সংবিধান সংস্কার আদেশ’ চূড়ান্তকরণ এবং গণভোট আয়োজন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
তবে তিনি স্বীকার করেন, কিছু সংস্কার প্রস্তাব ও গণভোটের সময়সূচি এবং বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতভেদ রয়েছে। এসব বিষয়ে দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “আমরা কোনও আল্টিমেটাম দেইনি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো ১৫ বছর একসঙ্গে আন্দোলন করেছে, তাদের আমরা একটু সময় দিচ্ছি। তবে প্রয়োজন হলে সরকার তার মতো করেই সিদ্ধান্ত নেবে।
সভায় ২৬-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।















