ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীকান্ত: দক্ষিণের ‘থালাইভা’ হওয়ার অনন্য পথচলা রূপটানহীন উপস্থিতিতে যার ব্যক্তিত্ব আরও দীপ্ত উন্নত চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর গুলিবিদ্ধ  হাদিকে ওসমান হাদীকে সন্ত্রাসীদের গুলি: সিসিটিভি ফুটেজে মিলল হামলার প্রমাণ রজনীকান্তের ৭৫তম জন্মদিন: যে পাঁচটি খাবার তিনি এড়িয়ে চলেন গোয়ায় লুথরা ভাইদের ক্লাবে নারীর ওপর  হামলার অভিযোগ, তদন্তে পুলিশ ‘আপেল আর কমলার তুলনা নয়’ রাহুল-প্রিয়াঙ্কার বক্তৃতা নিয়ে রেণুকা চৌধুরীর মন্তব্য ইলন মাস্ককে উদ্দেশ্য করে ব্যঙ্গ, পাল্টা মন্তব্যে উঠে এল ‘ট্রান্সজেন্ডার সন্তান’ প্রসঙ্গ গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ, অবস্থা সংকটজনক রাশিয়া–ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে: ট্রাম্পের সতর্কবার্তা

রাজনীকান্ত: দক্ষিণের ‘থালাইভা’ হওয়ার অনন্য পথচলা রূপটানহীন উপস্থিতিতে যার ব্যক্তিত্ব আরও দীপ্ত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

রাজনীকান্ত: দক্ষিণের ‘থালাইভা’ হওয়ার অনন্য পথচলা রূপটানহীন উপস্থিতিতে যার ব্যক্তিত্ব আরও দীপ্ত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঁচাত্তর বছরের জীবনে অর্ধশতক জুড়ে রজনীকান্ত যেন এক অবিনাশী অধ্যায়। মারাঠি পরিবারে শিবাজী রাও গায়কোয়াড় নামে জন্ম নেওয়া সেই সাধারণ ছেলেটি আজ দক্ষিণ ভারতের ‘থালাইভা’ গুরু, পথপ্রদর্শক, অনুপ্রেরণা। জীবিকার প্রয়োজনে কুলিগিরি থেকে বাস কন্ডাক্টরের চাকরি, প্রতিটি ধাপেই তিনি তৈরি করেছেন নিজস্ব এক স্টাইল। বিশেষ করে তাঁর টিকিট দেওয়ার ভঙ্গি এতই জনপ্রিয় ছিল যে যাত্রীরা বাসে তাঁর জন্য অপেক্ষা করতেন।

কৈশোর থেকেই নাটক ও অভিনয়ের প্রতি টান ছিল প্রবল। এক বন্ধুর সহযোগিতায় ভর্তি হন মাদ্রাজ ফিল্ম স্কুলে। সেখানেই নজর কাড়েন খ্যাতিমান পরিচালক কে. বালাচন্দরের। তিনিই নতুন নাম দেন—রজনীকান্ত।

১৯৭৫ সালে বালাচন্দরের ‘অপূর্ব রাগাঙ্গল’ দিয়ে তামিল সিনেমায় তাঁর অভিষেক। প্রথম সিনেমাতেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। শুরুতে কমল হাসানের সঙ্গে পর্দা ভাগ করলেও খুব দ্রুতই নিজের অভিনয়ের স্বকীয়তায় হয়ে ওঠেন আলাদা।

অত্যাচারিত কৃষক, শ্রমজীবী কিংবা কুলি—প্রতিটি চরিত্রেই রজনীকান্ত এনে দেন নতুন ব্যঞ্জনা। সংলাপ বলার তীক্ষ্ণ ধরন, ক্যামেরার সামনে অনন্য উপস্থিতি এসবই তাঁকে প্রচলিত নিয়মের বাইরে নিয়ে যায়।

রাজনীকান্ত: দক্ষিণের ‘থালাইভা’ হওয়ার অনন্য পথচলা রূপটানহীন উপস্থিতিতে যার ব্যক্তিত্ব আরও দীপ্ত
রাজনীকান্ত: দক্ষিণের ‘থালাইভা’ হওয়ার অনন্য পথচলা রূপটানহীন উপস্থিতিতে যার ব্যক্তিত্ব আরও দীপ্ত

পাঁচ দশকের ক্যারিয়ারে তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় তিনি অভিনয় করেছেন ১৭০টিরও বেশি ছবিতে। দক্ষিণ ভারতে তাঁর সিনেমা মুক্তির দিনে রাজ্যজুড়ে ছুটি ঘোষণার নজিরও রয়েছে। অথচ বাস্তবে তাঁর উপস্থিতি আশ্চর্যরকম সাধারণ—পরচুলা ছাড়া, মেকআপ ছাড়া, সহজ পোশাকে। এই সরলতাই তাঁকে মানুষের আরও কাছে নিয়ে গেছে।

কিছুদিন আগে ‘কুলি’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কুলি হিসেবে কাজ করার অপমানের স্মৃতিচারণে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। এক কলেজবন্ধুর কাছ থেকে দুই রুপিতে লাগেজ তোলার নির্দেশ—সেই স্মৃতি আজও তাঁর মনে দাগ কেটে আছে।

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন পদ্মভূষণ (২০০০), পদ্মবিভূষণ (২০১৬) ও দাদাসাহেব ফালকে পুরস্কার (২০১৯)। স্বপ্ন দেখা এক সাধারণ মানুষের জীবন কীভাবে কিংবদন্তিতে রূপ নেয়—রজনীকান্ত তার উজ্জ্বল উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজনীকান্ত: দক্ষিণের ‘থালাইভা’ হওয়ার অনন্য পথচলা রূপটানহীন উপস্থিতিতে যার ব্যক্তিত্ব আরও দীপ্ত

আপডেট সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

পঁচাত্তর বছরের জীবনে অর্ধশতক জুড়ে রজনীকান্ত যেন এক অবিনাশী অধ্যায়। মারাঠি পরিবারে শিবাজী রাও গায়কোয়াড় নামে জন্ম নেওয়া সেই সাধারণ ছেলেটি আজ দক্ষিণ ভারতের ‘থালাইভা’ গুরু, পথপ্রদর্শক, অনুপ্রেরণা। জীবিকার প্রয়োজনে কুলিগিরি থেকে বাস কন্ডাক্টরের চাকরি, প্রতিটি ধাপেই তিনি তৈরি করেছেন নিজস্ব এক স্টাইল। বিশেষ করে তাঁর টিকিট দেওয়ার ভঙ্গি এতই জনপ্রিয় ছিল যে যাত্রীরা বাসে তাঁর জন্য অপেক্ষা করতেন।

কৈশোর থেকেই নাটক ও অভিনয়ের প্রতি টান ছিল প্রবল। এক বন্ধুর সহযোগিতায় ভর্তি হন মাদ্রাজ ফিল্ম স্কুলে। সেখানেই নজর কাড়েন খ্যাতিমান পরিচালক কে. বালাচন্দরের। তিনিই নতুন নাম দেন—রজনীকান্ত।

১৯৭৫ সালে বালাচন্দরের ‘অপূর্ব রাগাঙ্গল’ দিয়ে তামিল সিনেমায় তাঁর অভিষেক। প্রথম সিনেমাতেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। শুরুতে কমল হাসানের সঙ্গে পর্দা ভাগ করলেও খুব দ্রুতই নিজের অভিনয়ের স্বকীয়তায় হয়ে ওঠেন আলাদা।

অত্যাচারিত কৃষক, শ্রমজীবী কিংবা কুলি—প্রতিটি চরিত্রেই রজনীকান্ত এনে দেন নতুন ব্যঞ্জনা। সংলাপ বলার তীক্ষ্ণ ধরন, ক্যামেরার সামনে অনন্য উপস্থিতি এসবই তাঁকে প্রচলিত নিয়মের বাইরে নিয়ে যায়।

রাজনীকান্ত: দক্ষিণের ‘থালাইভা’ হওয়ার অনন্য পথচলা রূপটানহীন উপস্থিতিতে যার ব্যক্তিত্ব আরও দীপ্ত
রাজনীকান্ত: দক্ষিণের ‘থালাইভা’ হওয়ার অনন্য পথচলা রূপটানহীন উপস্থিতিতে যার ব্যক্তিত্ব আরও দীপ্ত

পাঁচ দশকের ক্যারিয়ারে তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় তিনি অভিনয় করেছেন ১৭০টিরও বেশি ছবিতে। দক্ষিণ ভারতে তাঁর সিনেমা মুক্তির দিনে রাজ্যজুড়ে ছুটি ঘোষণার নজিরও রয়েছে। অথচ বাস্তবে তাঁর উপস্থিতি আশ্চর্যরকম সাধারণ—পরচুলা ছাড়া, মেকআপ ছাড়া, সহজ পোশাকে। এই সরলতাই তাঁকে মানুষের আরও কাছে নিয়ে গেছে।

কিছুদিন আগে ‘কুলি’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কুলি হিসেবে কাজ করার অপমানের স্মৃতিচারণে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। এক কলেজবন্ধুর কাছ থেকে দুই রুপিতে লাগেজ তোলার নির্দেশ—সেই স্মৃতি আজও তাঁর মনে দাগ কেটে আছে।

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন পদ্মভূষণ (২০০০), পদ্মবিভূষণ (২০১৬) ও দাদাসাহেব ফালকে পুরস্কার (২০১৯)। স্বপ্ন দেখা এক সাধারণ মানুষের জীবন কীভাবে কিংবদন্তিতে রূপ নেয়—রজনীকান্ত তার উজ্জ্বল উদাহরণ।