যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গনে ছায়া ফেলেছে। ঘটনার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি সকল ক্রীড়াপ্রেমীর কাছেও দুঃখ প্রকাশ করেছেন।
সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, শনিবার সকালে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ‘অব্যবস্থা’ তৈরি হয়েছিল, তা তাঁকে ‘স্তম্ভিত ও বিচলিত’ করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় তিনি অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী লেখেন, মেসিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার দর্শক যখন মাঠে জমায়েত হয়েছিলেন, তখন আমিও সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তা অত্যন্ত দুঃখজনক।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে যুবভারতীর মাঠে প্রবেশ করে লিওনেল মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার রদ্রিগো ডি’পল।
যুবভারতীকাণ্ডে ব্যথিত মমতা বন্দ্যোপাধ্যায় , মেসির কাছে প্রকাশ্য ক্ষমা
ফুটবলপ্রেমীদের উন্মাদনায় শুরুতে মুগ্ধ দেখালেও গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। একদল মানুষ মেসিকে ঘিরে ধরায় নিরাপত্তাজনিত কারণে তাঁকে গ্যালারিতে নেওয়া সম্ভব হয়নি।
ফলে মাঠে উপস্থিত দর্শকরা শুধু মেসিকেই নন, সুয়ারেজ ও ডি’পলকেও দেখতে পাননি। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। একপর্যায়ে ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগানে মুখর হয়ে ওঠে যুবভারতী। ধীরে ধীরে সেই ক্ষোভ বিশৃঙ্খলায় রূপ নেয়, ভেঙে পড়ে আয়োজকদের পরিকল্পনা।
এই ঘটনায় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, ক্রীড়া অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তিকে ঘিরে এমন বিশৃঙ্খলা শুধু একটি আয়োজন ব্যর্থ হওয়ার গল্প নয়, বরং তা ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা ভঙ্গের কথাও স্মরণ করিয়ে দেয়। মুখ্যমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা ও তদন্তের নির্দেশ আপাতত সেই ক্ষতে প্রলেপ দেওয়ারই চেষ্টা। সূত্র আনন্দবাজার