যাত্রী বোঝাই বাস পুকুরে, শিশুসহ মৃত ১৫
- আপডেট সময় : ১২:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুর পড়ে শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনা।
বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনাস্থলে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার একথা জানান।
বাসটি উদ্ধারে কাজ চলছে
খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুসহ ১৫ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। উদ্ধারকারীরা জানান দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফিরোজ আহম্মেদ কুতুবী জানান, যাত্রীবাহী বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসের ভেতরে আরো যাত্রী রয়েছে কিনা কিনা তা খোঁজা হচ্ছে। বেশিরভাগ যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।




















