মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেলেন ভারতের প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী মিসর সফর করেন। এসময় তাকে দেশটির ‘অর্ডার অব নীল’ রাষ্ট্রীয় সর্বোচ্চ খেতাবে ভূষিত করা হয়। রবিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি মোদির গলায় খেতাব পরিয়ে দেন।
এদিন মিসরের এগারো শতকের আল-হাকিম মসজিদ এবং কায়রো হেলিওপোলিস কমনওয়েলথ যুদ্ধ সমাধি ও স্মৃতিস্তম্ভ ঘুরে দেখেন নরেন্দ্র মোদি। এ ছাড়া তিনি প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠকও করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করা নিয়ে কথা বলেন দুই নেতার।
বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি ছাড়াও দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও গভীর ও মসৃণ করা যায়, তা নিয়েও আলোচনা করেন সিসি-মোদি। সুয়েজ খালের তীরবর্তী অংশে ভারতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সম্পর্কিত একটি সমঝোতা স্মারকে সই করেন।
২৬ বছরের মধ্যে মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দ্বিপক্ষীয় সফরে মিসর সফর করেন। আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত যাবেন সিসি। এবারের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি।




















