মহেশপুর সীমান্তে ২০টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক
- আপডেট সময় : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঝিনাইদহের মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক কোটি পঁচাশি লক্ষ সাতাশি হাজার ছয়শত টাকার মূল্যের ২০টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা-এর নেতৃত্বে পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ কাজীরবেড় গ্রামের খোলা মাঠের মধ্যে এ্যাম্বুশ স্থাপন করে অবস্থান গ্রহণ করে।
বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সোয়া ১০টা নাগাদ পলিয়ানপুর গ্রামের মৃত সাদির আলী মন্ডলের ছেলে আছানুর (৪৮) এবং মৃত চয়েন মন্ডলের ছেলে নবিছদ্দি মন্ডল (৫৮)-কে আটক করে।
বিজিবি টহলদল তাদের দেহ তল্লাশি করে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ২.৩৩১ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করে। এসব স্বর্ণের বার ভারতে পাচারকালে আটক করা হয়। স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।




















