সংবাদ শিরোনাম ::
ভাষা দিবসে কলকাতায় ‘স্বর শ্রুতি কালচারাল একাডেমী’র আয়োজন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
ভাষা জন্য প্রাণ উৎসর্গের নজির নেই। বাংলার সন্তাননেরা ভাষার অধিকার আদায়ে অকাতরে প্রাণ দিয়েছেন। সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই বিশ্বজুড়ে নানা আয়োজন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে ঢাকায় জড়ো হন বিভিন্ন স্তরের মানুষ। লেখক, কবি, সাংবাদিক, শিক্ষক, শিল্পী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এবং অমর একুশে বইমেলায় ঘুরে ঘুরে সময় কাটিয়েছেন।
কলকাতায়ও নানা আয়োজনে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষা মাসের নানা আয়োজনের ধারাবাহিকতায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘স্বর শ্রুতি কালচারাল একাডেমী’। জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে আয়োজিত এই আয়োজনে ছিল কবিতা আবৃত্তি, গান এবং আলোচনা।




















