ভারী বর্ষণ চীনে বন্যায় ২১ জনের মৃত্যু, রেড এলার্ট জারি
- আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ২১০ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
গত ২০-৩০ বছরের মধ্যে এমন বৃষ্টিপাত দেখেননি হুবেই প্রদেশের সুইঝৌ শহরের এক বাসিন্দারা। তারা বলছেন, বৃষ্টিপাতের ফলে পানির উচ্চতা প্রায় ২ থেকে ৩ মিটার বৃদ্ধি পেয়েছে। আমার প্রতিবেশীর বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
এর আগের বন্যার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে চীন। হুবেই প্রদেশে অব্যাহত ভারী বর্ষণে দেখা দিয়েছে বন্যা। ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে হুবেই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানেয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধস দেখা দিয়েছে। যার কারণে ধসে পড়েছে শত শত বাড়িঘর। হতাহতের ঝুঁকি এড়াতে প্রায় ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে
পড়েছে প্রদেশটির বিভিন্ন অঞ্চল। যার কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় রেড এলার্ট জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চীনের বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার থেকেই বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ৪ জন।
বন্যার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রদেশটির ইচেং শহরে বন্যার পানি প্রায় কোমরসমান উচ্চতায় অবস্থান করছে। শহরের বাসিন্দাদের সেই পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে।
বিপদগ্রস্থ লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার শহরটিতে ৪৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
চীনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে বন্যাকবলিত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাতে ফায়ার ফাইটার কর্মী ছাড়াও পুলিশ ও সেনাসদস্যদের পাঠানো হয়েছে। এ বৃষ্টিপাত আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা করছে চীনের আবহাওয়া দপ্তর।
এর আগে গত মাসে দেশটির হেনান প্রদেশে মাত্র তিন দিনে এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়। তাতে সৃষ্ট বন্য মৃত্যু হয় ৩০০ জনের বেশি মানুষের। এ ছাড়া ভারী বৃষ্টিপাত ও
ভূমিধসের কারণে গত সপ্তাহেই সিচুয়ান প্রদেশ থেকে ১ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
























