ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যবসা মন্দা, আয় সংকোচন ও রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি  নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার

বিএনপি ক্ষমতায় এলে ভারতের ‘দাদাগিরি’ রুখতে অগ্রাধিকার: মির্জা ফখরুল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় এলে ভারতের ‘দাদাগিরি’ রুখতে অগ্রাধিকার: মির্জা ফখরুল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ–ভারত সম্পর্কের অসমতা দূর করা এবং বাংলাদেশের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর ২৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ওপর ভারতের ‘দাদাগিরি’ বন্ধে বিএনপি সরকার অতিরিক্ত গুরুত্ব দেবে বিশেষ করে ফারাক্কা ও তিস্তা চুক্তিতে ন্যায্য হিস্যা আদায়, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, এবং দুই দেশের সম্পর্ককে সমমর্যাদার ভিত্তিতে দাঁড় করানো হবে।

তিনি বলেন, প্রতিটি দেশ তার স্বার্থ দেখে। আমাদেরও দেশের স্বার্থ রক্ষা করতে হবে। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তাদের সেই শক্তি থাকে না। আমরা ক্ষমতায় গেলে জনগণকে সঙ্গে নিয়ে ন্যায্য অধিকার আদায়ে অটল থাকবো।

ভারত সম্পর্কে তিনি বলেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশের পাশে ছিল, এ সহযোগিতা অব্যাহত রাখা উচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে মোদি সরকারের আচরণে বাংলাদেশ চাপে পড়েছে।
সব নিয়ে গেছে, আমাদের তেমন কিছু দেয়নি মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে তিনি সেখানে যান। বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি ক্ষমতায় এলে ভারতের ‘দাদাগিরি’ রুখতে অগ্রাধিকার: মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ–ভারত সম্পর্কের অসমতা দূর করা এবং বাংলাদেশের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর ২৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ওপর ভারতের ‘দাদাগিরি’ বন্ধে বিএনপি সরকার অতিরিক্ত গুরুত্ব দেবে বিশেষ করে ফারাক্কা ও তিস্তা চুক্তিতে ন্যায্য হিস্যা আদায়, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, এবং দুই দেশের সম্পর্ককে সমমর্যাদার ভিত্তিতে দাঁড় করানো হবে।

তিনি বলেন, প্রতিটি দেশ তার স্বার্থ দেখে। আমাদেরও দেশের স্বার্থ রক্ষা করতে হবে। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তাদের সেই শক্তি থাকে না। আমরা ক্ষমতায় গেলে জনগণকে সঙ্গে নিয়ে ন্যায্য অধিকার আদায়ে অটল থাকবো।

ভারত সম্পর্কে তিনি বলেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশের পাশে ছিল, এ সহযোগিতা অব্যাহত রাখা উচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে মোদি সরকারের আচরণে বাংলাদেশ চাপে পড়েছে।
সব নিয়ে গেছে, আমাদের তেমন কিছু দেয়নি মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে তিনি সেখানে যান। বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।