বানের জলে তলিয়ে গেছে মহাসড়ক
- আপডেট সময় : ০৭:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
আবহাওয়ার রেকর্ডে বলা হয়েছে, ৩৮ বছর আগে ১৯৮৫ সালে চট্টগ্রাম শহরে ৩৭৪ মিলিমিটার বৃষ্টি ঝরেছিল। রবিবার এ বন্দর নগরে বৃষ্টি হয় ৩২২ মিলিমিটার। সোমবার বান্দরবানের বৃষ্টি চট্টগ্রামকেও ছাড়িয়ে যায়।
এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পার্বত্য জেলায় ৩৪২ মিলিমিটার বৃষ্টি ঝরে। পাহাড়ি এলাকা থেকে উপকূলীয় জনপদে একযোগে এমন প্রবল বর্ষা খুব কমই দেখা গেছে। সর্বশেষ ১৯৮৫ সালে বর্ষার এমন ভয়াবহ রূপ দেখতে পেয়েছিল মানুষ।
জলমগ্ন বান্দরবান শহর : ছবি সংগ্রহ
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সঙ্গে দেশের উপকূলীয় জেলাগুলোতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে।
ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট জলবদ্ধতায় চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বহু জায়গা জলমগ্ন। চার জেলার অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে জল উঠেছে। আগামী ২ দিন এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাসদস্যরা নিরলসভাবে উদ্ধার তৎপরতা, জরুরি ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা-সহায়তা এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
সোমবার রাতে ঢাকা কক্সবাজার রওনা দিয়েছেন, এমন বহু মানুষ রাস্তায় আটকা পড়ে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক জলমগ্ন হয়ে পড়ায় তাদের গন্তব্যে পৌছানো অনিশ্চিত হয়ে পড়ে। জল না কমলে আপাত তাদের অপেক্ষা ছাড়া আর কোন পথ নেই।

ভোররাত থেকে অনেক গাড়ি আটকা পড়ার খবর পাওয়া গেছে। ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক মহাসড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বান্দরবান শহরও জলমগ্ন। চট্টগ্রাম ও বান্দরবানের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে মঙ্গলবার সেনা মোতায়েন শুরু হয়। বানভাসী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক স্থানে রান্না করার ব্যবস্থাটুকু নেই।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক মহাসড়কে মাছ ধরতে নেমেছেন স্থানীয় লোকজন। টানা ৫দিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলে তলিয়ে গেছে বান্দরবানের অনেক সড়ক। চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাসদস্যরা নিরলসভাবে উদ্ধার তৎপরতা, জরুরি ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা-সহায়তা এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। বান্দরবানে পাহাড় মা-মেয়েমহ একাধিক মৃত্যু খবর পাওয়া গেছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কোথাও কোথাও বুক সমান জল।

সোমবার দিবাগত রাত থেকে যান চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ বুক সমান জল মাড়িয়ে হেঁটে গন্তব্যে যাবার চেষ্ট করছেন। চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিবরান মোহাম্মদ সায়েক বলেন, মানুষের ঘরবাড়ির পাশাপাশি কৃষিজমি ও পুকুর-জলাশয় তলিয়ে গেছে। লক্ষাধিক লোক জলবন্দি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজার ও বান্দরবানের সঙ্গে। সড়কে কোনো গাড়ি আপাতত চলছে না।



















