বাংলাদেশে জঙ্গি আস্তানায় হানা, নারী-শিশুসহ আটক ১৩
- আপডেট সময় : ০৬:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
বাংলাদেশের মৌলভীবাজারে দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা থেকে ১৩ জনকে আটক করেছে গোয়েন্দারা : ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামক নতুন জঙ্গি সংগঠনের নারী-শিশুসহ ১৩জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)| গোয়েন্দারা বলছে, বাংলাদেশে যে সব নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে, সেগুলোর বাইরে এটি একটি নতুন সংগঠন। এই সংগঠনের যে মূল ব্যক্তি তার নামও জানা গেছে।
বাংলাদেশের সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নারীসহ ১৩ জনকে আটক করেছে
শনিবার অভিযান শেষে পুলিশের সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, আটক ১০ জনের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষ মিলিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ নারী ও ৩ শিশুটি রয়েছে।
অভিযান শেষে মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছে। মৌলভীবাজারের যে কোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে এমন তথ্যের ভিত্তিতে অপারেশন হিলসাইড চালানো হয়। ঢাকায় একজনকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতেই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।
সিটিটিসি প্রধান আরও বলেন, আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হই। তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।


















