বাংলাদেশের গণতন্ত্র দীর্ঘ সংগ্রামের ফসল : শেখ হাসিনা
- আপডেট সময় : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশের গণতান্ত্রিক ধারা কিন্তু দীর্ঘ দিনের সংগ্রামের ফসল, এটা একদিনে আসেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই আজ বাংলাদেশকে উন্নত করতে পেরেছি। এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এটাই আমরা চাই, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। আমাদের এ গণতান্ত্রিক ধারাটা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল, এটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা এক দিনে আসেনি। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
এ জন্য স্মার্ট অফিসও দরকার। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় সংসদ ভবনকে আগের চেয়ে আরো বেশি গোছানো সম্ভব হয়েছে। যা দেশের কাজে লাগবে। তিনি বলেন, বারবারই আমাদের দেশে নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে।




















