ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথ হল ট্রাজেডি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত মিরপুরের রূপনগরে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয়ে রয়েছে ১৩ লাখ রোহিঙ্গা ২৬-এর নির্বাচনে প্রার্থিতার দৌড়ে ছাত্রদলের শীর্ষ নেতারা ডিআরইউ-ভিসতা ইনডোর গেমস শুরু ১৭ অক্টোবর, খেলাধুলায় প্রাণ ফেরাচ্ছে রিপোর্টার্স ইউনিটি মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে : সেনা সদর দপ্তর জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলন, বিশ্ব শান্তির নতুন দিগন্তে ভারত ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের নোবেল শান্তি পুরস্কার থেকে ট্রাম্পের নাম বাদ কেন? জানালো কমিটি সাহিত্যাঙ্গনে শোকের ছায়া: চলে গেলেন সৈয়দ মনজুরুল ইসলাম

বন্যা কবলিত দেড় হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিল গুড নেইবারস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ৪৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বানভাসি মানুষদের প্রতি দু’বাহু বাড়িয়ে দিয়েছে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। সংগঠনটি বাসভাসি দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।   জাপান প্ল্যাটফর্মের অর্থায়নে ও গুড নেইবারস জাপানের সহযোগিতায় ফেনী সদর উপজেলার ৫টি ইউনিয়নে ওই সকল ত্রাণ বিতরণ করা হয়েছে।

মানবিক সংস্থা  গুড নেইবারস শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- প্রতি পরিবারের জন্য ছিল ১৫ কেজি চাল, এক কেজি চিড়া, দুই কেজি ময়দা, এক কেজি সুজি, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল, দু’টি সাবান, ২০টি ওরস্যালাইন, দুই প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ১০টি অ্যামোডিস ট্যাবলেট এবং ১০টি এইচ ট্যাবলেট।

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। স্থানীয় প্রশাসন ও জিএনবি’র সমন্বিত এই কার্যক্রমটি ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি বড় সহায়তা। এই ধরনের সহায়তামূলক কার্যক্রম মৌলভীবাজার, কক্সবাজার, নোয়াখালি, ও লক্ষ্মীপুর জেলায় চলছে।

প্রতিষ্ঠানটি বঞ্চিত শিশু, তাদের মা এবং পরিবারের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক নিরাপত্তা, সুরক্ষা, কমিউনিটি উন্নয়ন, স্যানিটেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে, গুড নেইবারস বাংলাদেশ দেশের ১৩টি জেলায় ২১ হাজার শিশু, তাদের মা ও পরিবারকে সহায়তা প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যা কবলিত দেড় হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিল গুড নেইবারস

আপডেট সময় : ০৬:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

 

বানভাসি মানুষদের প্রতি দু’বাহু বাড়িয়ে দিয়েছে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। সংগঠনটি বাসভাসি দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।   জাপান প্ল্যাটফর্মের অর্থায়নে ও গুড নেইবারস জাপানের সহযোগিতায় ফেনী সদর উপজেলার ৫টি ইউনিয়নে ওই সকল ত্রাণ বিতরণ করা হয়েছে।

মানবিক সংস্থা  গুড নেইবারস শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- প্রতি পরিবারের জন্য ছিল ১৫ কেজি চাল, এক কেজি চিড়া, দুই কেজি ময়দা, এক কেজি সুজি, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল, দু’টি সাবান, ২০টি ওরস্যালাইন, দুই প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ১০টি অ্যামোডিস ট্যাবলেট এবং ১০টি এইচ ট্যাবলেট।

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। স্থানীয় প্রশাসন ও জিএনবি’র সমন্বিত এই কার্যক্রমটি ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি বড় সহায়তা। এই ধরনের সহায়তামূলক কার্যক্রম মৌলভীবাজার, কক্সবাজার, নোয়াখালি, ও লক্ষ্মীপুর জেলায় চলছে।

প্রতিষ্ঠানটি বঞ্চিত শিশু, তাদের মা এবং পরিবারের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক নিরাপত্তা, সুরক্ষা, কমিউনিটি উন্নয়ন, স্যানিটেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে, গুড নেইবারস বাংলাদেশ দেশের ১৩টি জেলায় ২১ হাজার শিশু, তাদের মা ও পরিবারকে সহায়তা প্রদান করছে।