ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ ২৬-এর ১২ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন পরীক্ষা বন্ধ রাখলে শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষা উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় বিজিবির মানবিক উদ্যোগ খালেদা জিয়াকে নিয়ে সরকারের  বিশেষ বৈঠকে যেসব সিদ্ধান্ত খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন: ডা. জাহিদ হোসেন সমুদ্র বিপর্যয় ঠেকাতে এখনই বাড়াতে হবে বৈশ্বিক সহযোগিতা:মৎস্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু, পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগে বিতর্ক ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভারতের প্রধানমন্ত্রী মোদি

প্রয়োজনে আবারও ‘৫ আগস্ট’ হবে: জামায়াত আমির শফিকুর রহমান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

প্রয়োজনে আবারও ‘৫ আগস্ট’ হবে: খুলনায় জামায়াত আমির শফিকুর রহমান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইসলামি দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তাতাদেরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে। প্রয়োজনে আরও একবার ৫ আগস্টের মতো আন্দোলন সংঘটিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার খুলনায় ৮ ইসলামী দলের বিভাগীয় সমাবেশে একথা বলেন, জামায়াত আমির।  সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। শফিকুর রহমান অভিযোগ করেন, ক্ষমতায় না থাকলেও কেউ কেউ ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন এবং প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন।

তিনি বলেন, কোনও দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে ৫ আগস্টের পর আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছিল, দায় ও দরদ নিয়ে তাদের সঙ্গে বসেছিলাম। শহীদদের রক্তের প্রতি এটি বিশ্বাসঘাতকতা, এটা বন্ধ করতে হবে। চাঁদাবাজি ও দুর্নীতি অব্যাহত থাকলে বিপ্লবী জনগণ, তরুণ সমাজ ও সাধারণ মা-বোনেরা ক্ষমা করবে না।

চলমান রাজনৈতিক পরিস্থিতিকে তুলে ধরে তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে। তার ভাষায়, “জনগণ ভোট দিক বা না দিক ক্ষমতায় যেতে হবে, এমন কথাও কেউ কেউ বলছেন। জামায়াত আমির বলেন,  যারা বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তাদের অতীত রেকর্ড জনগণের হাতে আছে।

৫ আগস্টের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই বিপ্লব সন্ত্রাস ও ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছিল, প্রয়োজনে আবারও তেমন আন্দোলন হবে। তিনি দাবি করেন, চাঁদাবাজি ও দুঃশাসনের কারণে ব্যবসায়ী, শিল্পপতি ও ক্ষুদ্র উদ্যোক্তারা আতঙ্কে রয়েছেন এবং সমাজজীবন অস্থিতিশীল হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রয়োজনে আবারও ‘৫ আগস্ট’ হবে: জামায়াত আমির শফিকুর রহমান

আপডেট সময় : ০৮:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইসলামি দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তাতাদেরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে। প্রয়োজনে আরও একবার ৫ আগস্টের মতো আন্দোলন সংঘটিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার খুলনায় ৮ ইসলামী দলের বিভাগীয় সমাবেশে একথা বলেন, জামায়াত আমির।  সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। শফিকুর রহমান অভিযোগ করেন, ক্ষমতায় না থাকলেও কেউ কেউ ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন এবং প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন।

তিনি বলেন, কোনও দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে ৫ আগস্টের পর আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছিল, দায় ও দরদ নিয়ে তাদের সঙ্গে বসেছিলাম। শহীদদের রক্তের প্রতি এটি বিশ্বাসঘাতকতা, এটা বন্ধ করতে হবে। চাঁদাবাজি ও দুর্নীতি অব্যাহত থাকলে বিপ্লবী জনগণ, তরুণ সমাজ ও সাধারণ মা-বোনেরা ক্ষমা করবে না।

চলমান রাজনৈতিক পরিস্থিতিকে তুলে ধরে তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে। তার ভাষায়, “জনগণ ভোট দিক বা না দিক ক্ষমতায় যেতে হবে, এমন কথাও কেউ কেউ বলছেন। জামায়াত আমির বলেন,  যারা বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তাদের অতীত রেকর্ড জনগণের হাতে আছে।

৫ আগস্টের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই বিপ্লব সন্ত্রাস ও ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছিল, প্রয়োজনে আবারও তেমন আন্দোলন হবে। তিনি দাবি করেন, চাঁদাবাজি ও দুঃশাসনের কারণে ব্যবসায়ী, শিল্পপতি ও ক্ষুদ্র উদ্যোক্তারা আতঙ্কে রয়েছেন এবং সমাজজীবন অস্থিতিশীল হয়ে পড়েছে।