প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনলাইন নিউজ পোর্টালের বিকাশ : তথ্য প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ২৬৪ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনলাইন নিউজ পোর্টালের বিকাশ ও বিস্তার সম্ভব হবার কথা জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে একটি অনলাইন নিউজ পোর্টালের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
ডা: মো: মুরাদ হাসান বলেন, আজকের তরুণদের হাত ধরেই অনলাইন প্লাটফর্ম স্বচ্ছতা নিশ্চিত করে জাতিকে সঠিক তথ্যসেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রব্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন নিউজ পোর্টালটির সম্পাদক মো: মহসিন হোসেন।
উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ আওয়ামী লীগের এাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য
খায়রুল আলম সাগর, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানী এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।