পার্বত্য অঞ্চলে দুর্গত মানুষের পাশে সেনা-বিজিবি
- আপডেট সময় : ০৮:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে
বন্যার পরিস্থিতি থাকতে পারে আরও এক সপ্তাহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বের পার্বত্য অঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটেছে। সেখানে বাড়ি-ঘর, সড়ক-মহাসড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট জলমগ্ন।
অভিরাম বর্ষণে কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ। স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাত্রা। কক্সবাজারসহ পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধ্বস ও মাটি চাপায় মৃতের খবর আসছে। বন্যা ও জলাবদ্ধতায় লাখো মানুষ বন্দী। রাস্তাঘাট ডুবে যাওয়ায় কয়েকটি এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

খাবার জলের সংকট দেখা দিয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। পার্বত্য ৪ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে বন্ধের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম ও বান্দরবানে সেনা নামানো হয়েছে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন দুর্গতস্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী।
চলমান বৈরি আবহাওয়া ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

মঙ্গলবার বিকালে বিজিবির চট্টগ্রাম রিজিওনের অধীনস্থ চট্টগ্রাম ব্যাটালিয়নের উদ্যোগে হালিশহরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি আলু, ১/২ কেজি পিঁয়াজ, ১ কেজি লবণ ও অন্যান্য মসলাদি বিতরণ করা হয়।

বিজিবির আলীকদম ব্যাটালিয়নের উদ্যোগে আলীকদম সদর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রোয়াস্তু বুলু কারবারিপাড়া ও আব্বাস কারবারিপাড়ায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালিসহ মোট ১০০ নিম্ন আয়ের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়।
চট্টগ্রাম রিজিয়নের রাঙ্গামাটি সেক্টর সদরসহ অধীনস্থ ব্যাটালিয়নসমূহ এবং গুইমারা সেক্টরের অধীনস্থ খেদাছড়া ও যামিনীপাড়া ব্যাটালিয়ন পাহাড় ধ্বসের কারণে ক্ষতিগ্রস্থ অসহায় ৩২৯টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।



















