পথচারীকে ধাক্কা দিয়ে লরি পুকুরে, নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস
- আপডেট সময় : ১২:৩৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। এ সময় লরির ধাক্কায় পুকুরে পড়ে নিখোঁজ হয়েছে এক শিশু। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। একই ঘটনায় আহত হয়েছেন এক শিশুসহ আরো চারজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- সালমান (৩০), তাসফিয়া (২০) ও ইমরান। নিখোঁজ শিশুটির নাম সাদিক। চারজনই একই পরিবারের বলে জানা গেছে।
নগর পুলিশের ডিসি (বন্দর) শাকিলা সোলতানা বলেন, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এক শিশু পুকুরে পড়ে নিখোঁজ আছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম অভিযান চালাচ্ছে।
পতেঙ্গা ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহেদ কুতুবী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। রেকার ভ্যান দিয়ে লরিটি পুকুর থেকে তোলা হচ্ছে। এর আগেও একবার প্রাথমিক তল্লাশি চালানো হয়। তখন শিশুটিকে পাওয়া যায়নি। লরিটি তোলার পর আবারো তল্লাশি চালানো হবে।




















