সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ বুধবার বেলা ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কের আইভ্যাকের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এতে আরও জানানো হয়, যেসব আবেদনকারীর আজ বুধবারের জন্য ভিসা আবেদনের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আবেদনকারীদের এ বিষয়ে পরবর্তীতে অবহিত করবে।



















