দূতাবাস চাইলে সার্ভিস চার্জ দিয়ে প্রটেকশন নিতে পারেব: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
কাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশি কূটনীতিকরা চাইলে টাকার বিনিময়ে চৌকস আনসার রেজিমেন্ট গার্ড নিতে পারবেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। পরিস্থিতি স্বাভাবিক, কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রয়োজন নেই।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেয় সরকার। এ বিষয়ে মন্ত্রী বলেন, যখন দেশে জঙ্গির উত্থান হয়েছিল, আমাদের এখানে অগ্নি-সন্ত্রাসের একটা রাজত্ব হয়েছিল। কোন অনুরোধ ছাড়াই চারটি দূতাবাসকে রোড প্রোটেকশন দেওয়া হতো। আমরাই তাদের দিয়েছিলাম, যাতে তারা কোনো রকম অসুবিধায় না পড়েন।
কামাল বলেন, আমরা মনে করি সেই পরিস্থিতি এখন নেই। যেহেতু সেই পরিস্থিতি নেই। সেজন্য এ রোড প্রোটেকশনটা উঠিয়ে নিয়েছি। এরপরও যদি কোনো রাষ্ট্রদূত মনে করেন তাদের প্রয়োজন হবে, তাহলে আমরা নতুন করে আনসার গার্ড রেজিমেন্ট তৈরি করেছি, তারাই সেই নিরাপত্তার দায়িত্বে থাকবে। তবে সেটা অন-পেমেন্ট। নিয়ম অনুযায়ী আমরা সেই ব্যবস্থা করবো।
তবে এখন কোন দূতাবাস সার্ভিসের বিনিময়ে নিরাপত্তা চেয়ে আবেদন করেনি বলে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী। সব দূতাবাসের নিরাপত্তায় পুলিশ রয়েছে। যে চার রাষ্ট্রদূতের কথা বললাম, তাদের গানম্যানও রয়েছে। সব ধরনের প্রোটেকশন রয়েছে। শুধু আমরা সড়কে যে নিরাপত্তা দিতাম, এটা শুধু প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রীদের নিরাপত্তা কমানোর হবে না। পর্যায়ক্রমে মন্ত্রী ও ভিআইপিদের আনসার গার্ড রেজিমেন্ট দেওয়া হবে।




















