দীর্ঘ অপেক্ষার পর যান চলাচলের জন্য উন্মুক্ত টিটিপাড়া আন্ডারপাস
- আপডেট সময় : ০৮:১৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো রাজধানীর টিটিপাড়া আন্ডারপাস। শনিবার সকাল ১০টা থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সকালে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন পরিদর্শনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আন্ডারপাসটি চালু করার নির্দেশ দেন।
অতীশ দীপঙ্কর রোড ও কমলাপুর আউটার সার্কুলার রোডের মাঝখানে অবস্থিত টিটিপাড়া লেভেল ক্রসিংটি দীর্ঘদিন রাজধানীর যানজটের অন্যতম কারণ ছিল। সড়ক ও রেলপথের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে লেভেল ক্রসিংটি আন্ডারপাসে রূপান্তর করা হয়।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রায় দুই বছর ধরে চলা এই নির্মাণকাজ শেষে সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত হলো।
আধুনিক এই আন্ডারপাসটি মূল সড়ক থেকে ১১ মিটার নিচে নির্মিত, যার মধ্যে চার লেন থাকবে যান্ত্রিক যানবাহনের জন্য এবং দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন। পথচারীদের জন্য রাখা হয়েছে প্রশস্ত ফুটপাত। বর্ষাকালে পানি জমে না থাকে সে জন্য স্থাপন করা হয়েছে অত্যাধুনিক নিষ্কাশন ব্যবস্থা ও ৭৫ কিলোওয়াট ক্ষমতার চারটি স্বয়ংক্রিয় পাম্প।
প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম বলেন, স্পেস সীমাবদ্ধতার কারণে বাইপাস করা সম্ভব হয়নি, তবে আধুনিক প্রযুক্তিতে এটি নির্মিত হয়েছে।
রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, উপদেষ্টার বিশেষ সহকারীর নির্দেশে সকাল থেকেই আন্ডারপাসটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। রাজধানীর ব্যস্ত এই সংযোগপথ চালু হওয়ায় মুগদা, মান্ডা ও আশপাশের এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে।



















