তেজগাঁওয়ে একটি ফ্ল্যাটে বিস্ফোরণে শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ২৯৬ বার পড়া হয়েছে
ঢাকার পূর্ব তেজতুরী বাজার এলাকার ছয়তলা ভবনের তিনতলায় একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জিতু হাসান (২৮) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা গিয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল সংবাদমাধ্যমকে জানান, তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। জিতু হাসানের গ্রামের বাড়ির পাবনার গঙ্গারামপুরে। পুলিশ জানিয়েছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইএমবিএ করছিলেন।
বিস্ফোরণ ঘটনায় দগ্ধ অন্যজন ইয়াসিন তালুকদার (৩২) আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শরীরেরও ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি চাকরি খুঁজছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টায় হঠাৎ ওই ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ
দু’জনকে তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি পুলিশ।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, স্থানীয় লোকজন আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনা কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

























