তীব্র তাপপ্রবাহে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ১০:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৩৫৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
গত ১৭ এপ্রিল পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় পাবনার ঈশ্বদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। টানা ১৯দিন তাপপ্রবাহ চলার পর বয়ে যাবার ঘূর্ণিঝড় মোখা আগমণ। এর পর কয়েদিন বৃষ্টি হয় এবং দেশের তাপমাত্রা সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু প্রায় সপ্তাহ দুই হলো ফের টানা তপপ্রবাহ। সপ্তাহখানের পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
টানা খড়তাপে যখন দেশ জ্বলছে, তখন কোমলমতি পড়ুয়াদের কথা বিবেচনা করে সোমবার থেকে ৪দিনের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। একদিকে তীব্র দাবদাহের কবলে বাংলাদেশ, অন্যদিকে ঘন্টায় ঘণ্টায় লোডশেডিং। এমন অবস্থায় রবিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানালেন, লোডশেডিং স্বাভাবিক হতে আরও ১৫ লেগে যেতে পারে।
তীব্র দাবদাহের কারণে ৩ জুন থেকে শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলাও এরই মধ্যে স্থগিত করেছে কর্তৃপক্ষ। আগাঁরগাওয়ার পূর্বাভাসে বলছে, রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে।
ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।




















