তিন শর্ত না মানলে জুলাই সনদে সই নয়: এনসিপি

- আপডেট সময় : ০৭:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়ে দিয়েছে, তিনটি শর্ত পূরণ না হলে তারা সনদে স্বাক্ষর করবে না। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য ও ন্যারেটিভ বাদ দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি দলগুলোকে দেখানো হয়নি।
নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি জনগণের পক্ষে দাঁড়িয়েছে এবং জনগণের অভিপ্রায় প্রতিফলিত না হলে সনদে স্বাক্ষর করা প্রতারণার শামিল হবে।
এনসিপি তিন শর্ত হচ্ছে
১. জুলাই সনদের বাস্তবায়ন আদেশ এবং গণভোটের প্রশ্নপত্র চূড়ান্ত করে আগেই তা জনসমক্ষে প্রকাশ করতে হবে।
২. এই আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মাধ্যমে জারি করতে হবে।
৩. গণভোটে জনগণের রায় পেলে কোনো “নোট অব ডিসেন্ট” কার্যকর থাকবে না। ওই রায়ের ভিত্তিতে নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার করবে, যার নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। ইসির প্রস্তুতির জন্য আমাদের কার্যক্রম আটকে রয়েছে।