ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঢাকা সফর করবেন উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে

ভিক্টোরিয়া নুল্যান্ড ও ডোনাল্ড লু : ছবি সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জুলাইয়ের শুরুতে ঢাকা সফর করবেন।

কূটনৈতিক সূত্রের খবর, রাজনৈতিক নানা বিষয় নিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিতে উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর।

সূত্র বলছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও বাংলাদেশ সফরকালে প্রতিনিধি দলে থাকবেন। জুলাইয়ের শুরুতে সফরের কথা বলা হলেও বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশ সরব মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে তারা বিষয়টি নিয়ে কথা বলে আসছে। সম্প্রতি বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা ছাড়াও ২০২১ সালে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

ভোট কারচুপি বা ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িতদের ভিসা দেবে না তারা। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাসও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বাইডেন প্রশাসনের গণতন্ত্র প্রসারের এজেন্ডার ক্ষেত্রে বাংলাদেশকে একটা দৃষ্টান্ত হিসেবে নেওয়া হচ্ছে। বাইডেন প্রশাসন একটা মূল্যবোধভিত্তিক পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা জোরালোভাবে প্রয়োগ করছে।

২০১৮ সালের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠলেও তখন যুক্তরাষ্ট্র এরকম কোন ভূমিকা নেয়নি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি মূল্যবোধভিত্তিক ছিল না। কিন্তু বাইডেনের পররাষ্ট্রনীতি মূল্যবোধভিত্তিক এবং গণতন্ত্র ও মানবাধিকারকে তারা অগ্রাধিকারের তালিকায় এক নম্বরে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা সফর করবেন উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

আপডেট সময় : ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

ভয়েস ডিজিটাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জুলাইয়ের শুরুতে ঢাকা সফর করবেন।

কূটনৈতিক সূত্রের খবর, রাজনৈতিক নানা বিষয় নিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিতে উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর।

সূত্র বলছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও বাংলাদেশ সফরকালে প্রতিনিধি দলে থাকবেন। জুলাইয়ের শুরুতে সফরের কথা বলা হলেও বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশ সরব মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে তারা বিষয়টি নিয়ে কথা বলে আসছে। সম্প্রতি বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা ছাড়াও ২০২১ সালে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

ভোট কারচুপি বা ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িতদের ভিসা দেবে না তারা। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাসও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বাইডেন প্রশাসনের গণতন্ত্র প্রসারের এজেন্ডার ক্ষেত্রে বাংলাদেশকে একটা দৃষ্টান্ত হিসেবে নেওয়া হচ্ছে। বাইডেন প্রশাসন একটা মূল্যবোধভিত্তিক পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা জোরালোভাবে প্রয়োগ করছে।

২০১৮ সালের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠলেও তখন যুক্তরাষ্ট্র এরকম কোন ভূমিকা নেয়নি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি মূল্যবোধভিত্তিক ছিল না। কিন্তু বাইডেনের পররাষ্ট্রনীতি মূল্যবোধভিত্তিক এবং গণতন্ত্র ও মানবাধিকারকে তারা অগ্রাধিকারের তালিকায় এক নম্বরে রেখেছে।