ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে ঝড়
- আপডেট সময় : ০৭:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২১০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল হাওয়া অফিসের। বলা হয়েছিল দেশের বিভিন্ন স্থানে ঝড়োবৃষ্টি হতে পারে। ঈদের আগের দিন শুক্রবার বিকালে টানা ১৯ দিন পর স্বস্তির বৃষ্টিতে প্রশান্তি এনেছিল ঢাকায়। অন্যান্য স্থানেও বৃষ্টি হয়েছে। তাদে স্বস্তি নিয়ে ঈদ আনন্দে মেতেছিল সবাই।
ফের দু’দিন ধরে তাপমাত্রা বাড়তে থাকে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যায়, সঙ্গে বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঢাকায় সর্বোচ্চ ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাবার খবর জানায় আবহাওয়া অফিস।
আগারগাঁও আবহাওয়া অফিসের খবর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ ৭৪ কিলোমিটার এবং আগারগাঁওয়ে ৬০ কিলোমিটার ঝড়ের গতিবেগ রেকর্ড করা হয়েছে।
এদিন দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের ১৪ অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস।
সেই সঙ্গে ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।




















