ঢাকার দূষিত পরিবেশে আশার আলো: বুয়েটের পরিবেশবান্ধব ই–রিকশা
- আপডেট সময় : ০৪:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
ঢাকায় কার্যত পরিবেশ বলতে এখন আর কিছু অবশিষ্ট নেই। লাগামহীন যানজট, পুরোনো ও অনিয়ন্ত্রিত যানবাহনের কালো বিষাক্ত ধোঁয়ায় রাজধানীর বাতাস মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ক্রমেই ওপরে উঠছে। এই পরিস্থিতিতে ব্যাটারিচালিত অটোর সংখ্যা বাড়লেও সেগুলোর অনিয়ন্ত্রিত চলাচল ও প্রযুক্তিগত সীমাবদ্ধতায় সড়কে শৃঙ্খলা ফেরেনি; বরং অনেক এলাকায় চলাচল আরও কঠিন হয়ে পড়েছে।
এমন বাস্তবতায় রাজধানীর পরিবেশ ও গণপরিবহন ব্যবস্থায় নতুন সম্ভাবনা হিসেবে সামনে এসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত পরিবেশবান্ধব ই–রিকশা। বুয়েটের প্রকৌশলীরা দীর্ঘ গবেষণা ও নকশার মাধ্যমে এমন একটি ই–রিকশা তৈরি করেছেন, যা কম শক্তি খরচে চলবে, কার্বন নিঃসরণ প্রায় শূন্য এবং সড়ক নিরাপত্তার দিক থেকেও তুলনামূলক উন্নত।
বুয়েট সূত্র জানায়, এই ই–রিকশায় ব্যবহার করা হয়েছে আধুনিক ব্যাটারি ও শক্তি–সাশ্রয়ী মোটর, যা চার্জে বেশি সময় চলতে সক্ষম। পাশাপাশি এতে রয়েছে উন্নত ব্রেকিং সিস্টেম, নির্ধারিত গতিসীমা এবং মানসম্মত কাঠামো—যা বর্তমানে ঢাকায় চলাচলরত অনেক ব্যাটারিচালিত অটোর ক্ষেত্রে অনুপস্থিত।
পরিবেশবিদরা বলছেন, পরিকল্পিতভাবে এই ই–রিকশা চালু করা গেলে রাজধানীতে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি স্বল্প দূরত্বের যাতায়াতে স্বস্তি ফিরতে পারে। তবে এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা, নির্ধারিত রুট এবং নিবন্ধন ও তদারকির কার্যকর ব্যবস্থা।
ঢাকার দূষিত পরিবেশে বুয়েটের এই উদ্যোগ তাই শুধু একটি যানবাহন নয়, বরং পরিবেশবান্ধব নগর পরিবহনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।



















