টিএণ্ডটি কলোনী ও ব্যাংক কলোনী ইউনিট আওয়ামী লীগের খাবার বিতরণ
- আপডেট সময় : ০৯:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৩০৫ বার পড়া হয়েছে
টিএণ্ডটি কলোনী, আলহেলাল জোন, ব্যাংক কলোনী ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পদক ফজলে আনোয়ার বেগের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য বিতরণ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাতে অংশ নেন। এসময় ছোট বোন শেখ রেহানা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দুস্থ, মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ করে আসছেন, টিএণ্ডটি কলোনী, আলহেলাল জোন, ব্যাংক কলোনী ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পদক ফজলে আনোয়ার বেগ।
এবারে তার কোন ব্যতিক্রম ঘটেনি। শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নেন। এর মধ্যে মাদ্রাসাও এতিমখানায় বিশেষ মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।


















