জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটসহ ৬ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

- আপডেট সময় : ০৭:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরে গণভোট আয়োজন ও প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস। সোমবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ঘোষণা করলেও এখনো এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন আদেশ জারি করেনি। জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছিল ফ্যাসিবাদীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে নির্বাচনের কোনো অর্থ হয় না। তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের মাধ্যমে তার আইনি ভিত্তি সুসংহত করার দাবি জানান তিনি।
মাওলানা সাখাওয়াত আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক, নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তিনি সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিবাদীদের বিচার কার্যক্রম দৃশ্যমান করা, ফ্যাসিবাদী দল ও দোসরদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত এবং প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক এবং পরিচালনা করেন মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক। বক্তব্য দেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ছাত্র মজলিস সভাপতি মুহাম্মদ রায়হান আলী, এডভোকেট শায়খুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা।