জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার
- আপডেট সময় : ০৬:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করবেন।
বুধবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, সিইসির ভাষণ আজ বিকেল চারটায় রেকর্ড করা হয়েছে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে দুই নির্বাচন একসঙ্গে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তাই তফসিল ঘোষণাও একযোগে করা হবে।
বুধবার সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করে।
ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী কার্যক্রম আরও গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।



















