জাতীয় ঈদগাহে ঈদ জামাতে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন
- আপডেট সময় : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযাহা। ঢাকার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে পারবেন। মূল প্যান্ডেলের বাইরেও কয়েক হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত। প্রতিবারের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ ময়দানে শীততাপযন্ত্র ছাড়া সকল প্রকারের ব্যবস্থা রয়েছে।
ঈদ জামাতে পুরুষ কাতার থাকবে ৬৫টি এবং মহিলাদের জন্য ৫০টি কাতারের ব্যবস্থা রয়েছে। অজুখানায় একসঙ্গে ১১৩ জন পুরুষ ও ২৭ জন মহিলার পৃথক স্থানে অজু করার ব্যস্থা রাখা হয়েছে। ঈদ জামাতে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, দেশি-বিদেশি কূটনীতিকসহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অংশ নেবার কথা রয়েছে। রাষ্ট্রপতি হজপালনে সৌদি আরবে থাকায় তিনি জাতীয় ঈদগাহে ঈদ জামাতে থাকছেন।
বাংলাদেশ রেওয়াজ অনুযায়ী জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদ জামাতে অংশ নিয়ে থাকেন। জাতীয় ঈদগাহে সিসি টিভি ব্যবস্থা ছাড়াও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। থাকছে নিরাপত্তা চাদর। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিষ্টার ফজলে নূর তাপস ঈদগাহ পরিদর্শন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য একটি ভিআইপি গেট রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য একটি এবং মহিলাদের প্রবেশের জন্য পৃথক গেটের ব্যস্থা রাখা হয়েছে।
ঈদ জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে ভিআইপি পুরুষ কাতার থাকবে ৫টি এবং মহিলা কাতার থাকবে একটি। লাইট, ফ্যান ও মাঠের সীমনা ঘেঁষে সাদা কাপড় টানানো, পানি নিষ্কাশনসহ বৃষ্টি হলে মুসল্লিরা যাতে নির্বিগ্নে নামাজ আদায় করতে পারেন, তার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করেছে সিটি কর্পোরেশন। গোটা প্যান্ডেল জুড়ে মাইক, বিদ্যুৎ সংযোগ, ফ্যান ও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন করা হয়ছে। নিরাপত্তার জন্য পুরো ঈদগাহ জুড়ে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি।




















