ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে ‘বিধর্মী সংসদ সদস্য থাকতে পারে না’ জামায়াতের জনসভা ঘিরে বিতর্ক তায়কোয়ানডো প্রতিযোগিতা সিনিয়রে আনসার, জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবর জিয়ারত করলেন তারেক রহমান অনিশ্চয়তায় অমর একুশে বইমেলা, পহেলা ফেব্রুয়ারিতে একদিনের প্রতীকী আয়োজন দেশপ্রেমের নামে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করছে তারা: চরমোনাই পীর ঢাকায় ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য: সড়কে  বিশৃঙ্খলা, দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় সেনা অভিযান, একাধিক সরঞ্জাম উদ্ধার পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১২ জন অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে আহত কিশোরের মৃত্যু বাংলাদেশ ক্রিকেট ইস্যুতে মন্তব্যের পর ভারতে মুসলিম অভিনেতা কেআরকের গ্রেফতার, বিতর্ক তুঙ্গে

ছাত্র-জনতার আন্দোলনের বছরপূতীতে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ড. ইউনূস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনের বছরপূতীতে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ড. ইউনূস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৪-এর জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলনে চাঙ্গা করেছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। পরবর্তী এই আন্দোলন ছাত্র-জনতার সর্বাত্মাক আন্দোলনে পরিণত হয় এবং গত বছরের ৫ আগস্টা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৮ আগস্ট নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত করা হয়। আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ইচ্ছেয় প্রধান উপদেষ্টার পদে আসতে সম্মত হন বলে ভাষণে বলেছিলেন, ড. ইউনূস।

শেখ হাসিনার বিদায়ের বছরপূর্তীতেই আজ ৫ আগস্ট আজ মঙ্গলবার বিকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ লাগোয়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ ৩৬ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানসূচি অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকাল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানে সর্বশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকছে আর্টসেল-এর গান।

অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

৩৬ জুলাই উদযাপনে যা থাকছে

৫ আগস্ট (৩৬ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন হবে। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই’ উদযাপনে দিনভর নানা আয়োজনের ব্যবস্থা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

ঢাকার বিভিন্ন এলাকার মানুষ বিজয় মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে সামিল হবে। অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে, সকাল ১১টায় টং এর গান, ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পী গোষ্ঠী, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পী গোষ্ঠী, সাড়ে ১২টায় তাশফির সংগীত পরিবেশন করবেন।

দুপুর ১টায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড।

জুলাই ঘোষণাপত্র পাঠের পর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবেন বেসিক গিটার লারনিং স্কুল, এফ মাইনর এবং পারশা। মাগরিবের নামাজের বিরতির পর পারফর্ম করবেন এলিটা করিম। তার পারফরম্যান্সের পর অনুষ্ঠিত হবে স্পেশাল ড্রোন ড্রামা।

ড্রোন শো-এর পর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এছাড়াও মানিক মিয়া জুড়ে দিনভর থাকছে উৎসবমুখর নানা আয়োজন।

এদিন নোটস অন জুলাই জুলাইয়ের কিছু নির্বাচিত ছবি দিয়ে পোস্টকার্ড ডিজাইন করা হবে, যা জনসমাগমের মধ্যে ভলান্টিয়াররা নিয়ে ঘুরবেন এবং জনগণ ইচ্ছামতো পোস্টকার্ড নিয়ে নিজেদের জুলাইয়ের অভিজ্ঞতা লিখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্র-জনতার আন্দোলনের বছরপূতীতে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ড. ইউনূস

আপডেট সময় : ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

২৪-এর জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলনে চাঙ্গা করেছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। পরবর্তী এই আন্দোলন ছাত্র-জনতার সর্বাত্মাক আন্দোলনে পরিণত হয় এবং গত বছরের ৫ আগস্টা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৮ আগস্ট নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত করা হয়। আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ইচ্ছেয় প্রধান উপদেষ্টার পদে আসতে সম্মত হন বলে ভাষণে বলেছিলেন, ড. ইউনূস।

শেখ হাসিনার বিদায়ের বছরপূর্তীতেই আজ ৫ আগস্ট আজ মঙ্গলবার বিকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ লাগোয়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ ৩৬ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানসূচি অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকাল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানে সর্বশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকছে আর্টসেল-এর গান।

অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

৩৬ জুলাই উদযাপনে যা থাকছে

৫ আগস্ট (৩৬ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন হবে। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই’ উদযাপনে দিনভর নানা আয়োজনের ব্যবস্থা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

ঢাকার বিভিন্ন এলাকার মানুষ বিজয় মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে সামিল হবে। অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে, সকাল ১১টায় টং এর গান, ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পী গোষ্ঠী, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পী গোষ্ঠী, সাড়ে ১২টায় তাশফির সংগীত পরিবেশন করবেন।

দুপুর ১টায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড।

জুলাই ঘোষণাপত্র পাঠের পর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবেন বেসিক গিটার লারনিং স্কুল, এফ মাইনর এবং পারশা। মাগরিবের নামাজের বিরতির পর পারফর্ম করবেন এলিটা করিম। তার পারফরম্যান্সের পর অনুষ্ঠিত হবে স্পেশাল ড্রোন ড্রামা।

ড্রোন শো-এর পর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এছাড়াও মানিক মিয়া জুড়ে দিনভর থাকছে উৎসবমুখর নানা আয়োজন।

এদিন নোটস অন জুলাই জুলাইয়ের কিছু নির্বাচিত ছবি দিয়ে পোস্টকার্ড ডিজাইন করা হবে, যা জনসমাগমের মধ্যে ভলান্টিয়াররা নিয়ে ঘুরবেন এবং জনগণ ইচ্ছামতো পোস্টকার্ড নিয়ে নিজেদের জুলাইয়ের অভিজ্ঞতা লিখতে পারবেন।