চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, নিহত ৪
- আপডেট সময় : ১০:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২০ জনেরও বেশি মানুষ। বুধবার (৫ জুন) গভীর রাতে পারডুবিস শহরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হলে এই হতাতের ঘটনা ঘটে।
রেলওয়ে প্রশাসন জানিয়েছে, রেজিওজেট পরিচালিত যাত্রীবাহী ট্রেনটি প্রাগ থেকে পূর্ব স্লোভাকিয়ার কোসিসের উদ্দেশে যাত্রা করেছিল। আর মালবাহী ট্রেনটিতে ক্যালসিয়াম কার্বাইড ছিল বলে জানিয়েছে ফায়ার ব্রিগেডের এক মুখপাত্র।
বেশ কয়েকজন পুলিশ, ফায়ার এবং জরুরী পরিষেবা ইউনিট দুর্ঘটনাস্থরে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার রেসকিউ সার্ভিস জানিয়েছে, ট্রেনটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলো।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পরিবহনমন্ত্রী মার্টিন কুপকাও। একটি টেলিভিশন ব্রিফিংয়ে দুর্ঘটনার তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স




















