চিনের সেনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ‘আরও স্পষ্ট হচ্ছে ধৃত হান জানুইয়ের সঙ্গে চিনা সেনার যোগ’
- আপডেট সময় : ০৬:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ২৭৪ বার পড়া হয়েছে
ইংরেজিতে দক্ষ; স্ক্যানারে ধৃত হানের ব্যাকগ্রাউন্ড ‘আরও স্পষ্ট হচ্ছে ধৃত হান জানুইয়ের সঙ্গে চিনা সেনার যোগ’
মালদহে ধৃত চিনা নাগরিক হান জানুই সম্পর্কতে যত জানছেন, ততই চোখ কপালে উঠছে তদন্তকারীদের। ধৃত হান সম্পর্কে তদন্তকারীরা যতটা অনুমান করেছিলেন, বিভিন্ন ক্ষেত্রে তার চেয়ে কয়েক গুণ বেশি পারদর্শী হান জানুই।
আইবি সূত্রে খবর, চিনের Jun Xie Gong Cheng University থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পাশ করেছেন হান। যে বিশ্ববিদ্যালয়টি চিনা সেনা দ্বারা পরিচালিত। ইংরেজি ভাষায় অত্যন্ত দক্ষ হান জানুই।
ইংরেজি নিয়ে স্নাতর পাশ করেন তিনি। এই তথ্য প্রকাশ্যে আসতেই চিনা সেনার সঙ্গে হান জানুইয়ের যোগ আরও স্পষ্ট হচ্ছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
কেন ইংরেজি ভাষা নিয়ে পড়াশোনা করেছেন হান জানুই? এর পিছনেও কি কোনও চক্রান্ত রয়েছে? সেটাও ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। এমন সংবাদ দিল জি ২৪ ঘন্টা।






















