সংবাদ শিরোনাম ::
চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুকের ড. মোমেনের শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিয়াভাই খ্যাত চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় ড. মোমেন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ফারুক আমাদের মহান মুক্তিযুদ্ধে মাতৃভূমির জন্য অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান বিশেষ করে তাঁর অভিনয় শৈলী দেশের মানুষ অনেক দিন মনে রাখবে। সংসদ সদস্য হিসেবেও তিনি জনসাধারণের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন।’
ড. মোমেস শোকবার্তায় মরহুম আকবর হোসেন পাঠানের রূহের শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।




















