ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে-চীনা রাষ্ট্রদূত তৈরি পোশাকখাত এখন পোশাক খাত এখন আইসিইউতে: মোহাম্মদ হাতেম তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গ্রিস সমুদ্রে নৌকাডুবি, মৃতের সংখ্যা ৫০০ ছাড়ানোর আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

লিবিয়া থেকে গ্রিস সমুদ্র পাররি দিয়ে ইতালি যাবার সময় নৌকাটি সাগরে নৌকা ডুবে অন্তত ৫০০ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার ডুবে যাওয়া নৌকা থেকে ৭৯টি মরদেহ উদ্ধার করে গ্রিস কোস্টগার্ড। ১০৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৭৫০ যাত্রী নিয়ে সমুদ্র পারি দেবার চেষ্টা করছিল নৌকাটি। যাত্রার পর এটি যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রে ডুবে যায়। তাদের মধ্যে নারী, গর্ভবতী নারী এবং শিশুরাও ছিল। তাদের কারও খোঁজ এখনও মেলেনি। অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত বুধবার লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়া শরণার্থী বোঝাই একটি নৌকা গ্রিসের সমুদ্র উপকূলে যান্ত্রিক গোলযোগের জেরে ডুবে যায়।

গ্রিস কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদেহ উদ্ধার হয়েছে ৭৯টি। তাদের মধ্যে মহিলা, গর্ভবতী মহিলা এবং শিশুরাও ছিল। তাদের কারও খোঁজ মেলেনি। অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কোস্টগার্ড। বৃহস্পতিবারও দিনভর উদ্ধারকাজ চলেছে। নৌকাটির কিছু অংশের সন্ধান মিলেছে গভীর সমুদ্রে।

গ্রিস প্রশাসন জানিয়েছে, নৌকাটিতে মূলত সিরিয়া, মিশর এবং পাকিস্তানের শরণার্থীরা ছিলেন। যারা লিবিয়া হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন। যারা উদ্ধার হয়েছেন, তাদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের প্রিয়জনেরা এখনও নিখোঁজ। অনেকেই গোটা পরিবার নিয়ে যাত্রা করছিলেন।

গ্রিস কোস্টগার্ডের দাবি, মঙ্গলবারই তারা ওই নৌকাটিকে দেখতে পেয়েছিল। তারা সাহায্য করতে এগিয়েও গিয়েছিল। কিন্তু নৌকাটি পালিয়ে যায়। ঘটনার জেরে গ্রিসে একদিনের শোকদিবস ঘোষণা হয়েছে।

ঘটনার জেরে গ্রিসে একদিনের শোকদিবস ঘোষণা হয়েছে। পোপ এই ঘটনার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্রিস সমুদ্রে নৌকাডুবি, মৃতের সংখ্যা ৫০০ ছাড়ানোর আশঙ্কা

আপডেট সময় : ১২:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

ভয়েস ডিজিটাল ডেস্ক

লিবিয়া থেকে গ্রিস সমুদ্র পাররি দিয়ে ইতালি যাবার সময় নৌকাটি সাগরে নৌকা ডুবে অন্তত ৫০০ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার ডুবে যাওয়া নৌকা থেকে ৭৯টি মরদেহ উদ্ধার করে গ্রিস কোস্টগার্ড। ১০৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৭৫০ যাত্রী নিয়ে সমুদ্র পারি দেবার চেষ্টা করছিল নৌকাটি। যাত্রার পর এটি যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রে ডুবে যায়। তাদের মধ্যে নারী, গর্ভবতী নারী এবং শিশুরাও ছিল। তাদের কারও খোঁজ এখনও মেলেনি। অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত বুধবার লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়া শরণার্থী বোঝাই একটি নৌকা গ্রিসের সমুদ্র উপকূলে যান্ত্রিক গোলযোগের জেরে ডুবে যায়।

গ্রিস কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদেহ উদ্ধার হয়েছে ৭৯টি। তাদের মধ্যে মহিলা, গর্ভবতী মহিলা এবং শিশুরাও ছিল। তাদের কারও খোঁজ মেলেনি। অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কোস্টগার্ড। বৃহস্পতিবারও দিনভর উদ্ধারকাজ চলেছে। নৌকাটির কিছু অংশের সন্ধান মিলেছে গভীর সমুদ্রে।

গ্রিস প্রশাসন জানিয়েছে, নৌকাটিতে মূলত সিরিয়া, মিশর এবং পাকিস্তানের শরণার্থীরা ছিলেন। যারা লিবিয়া হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন। যারা উদ্ধার হয়েছেন, তাদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের প্রিয়জনেরা এখনও নিখোঁজ। অনেকেই গোটা পরিবার নিয়ে যাত্রা করছিলেন।

গ্রিস কোস্টগার্ডের দাবি, মঙ্গলবারই তারা ওই নৌকাটিকে দেখতে পেয়েছিল। তারা সাহায্য করতে এগিয়েও গিয়েছিল। কিন্তু নৌকাটি পালিয়ে যায়। ঘটনার জেরে গ্রিসে একদিনের শোকদিবস ঘোষণা হয়েছে।

ঘটনার জেরে গ্রিসে একদিনের শোকদিবস ঘোষণা হয়েছে। পোপ এই ঘটনার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন।