গণভোটের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই
- আপডেট সময় : ০৫:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আসন্ন জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে, এ কথা দৃঢ়ভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কোনো শক্তিই এই নির্বাচন পেছাতে পারবে না।
শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। আমরা এসব মতামতকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা যা জাতির জন্য সর্বোত্তম মনে করবেন, সেটিই করবেন। তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করবেন।
চব্বিশের গণ-অভ্যুত্থানে নারীর অবদান তুলে ধরে শফিকুল আলম বলেন, “স্বৈরাচার পতন ও গণ-অভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে লড়েছেন। এখন নারীরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই, রাজনীতি, শিক্ষা, কিংবা প্রশাসন-সবখানেই তাঁরা সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।
মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। তরুণদের জ্ঞান, মেধা ও নেতৃত্বের বিকাশে এমন আয়োজনকে শিক্ষাবিদ ও অতিথিরা সময়োপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে। ন্যায়, সততা ও দক্ষতার মাধ্যমে তোমরাই আগামী বাংলাদেশ গড়বে।









