সংবাদ শিরোনাম ::
গণভোটের আদেশ চূড়ান্ত হয়নি, শনিবার ফের বৈঠকে বসবে কমিশন
বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও, তা কোন আদেশের মাধ্যমে আহ্বান করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশন।
জানা গেছে, প্রস্তাবের ড্রাফট তৈরির পাশাপাশি অন্তর্বর্তী সরকার কোন ক্ষমতাবলে গণভোটের আদেশ দেবে, তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ চলছে। বিশেষ করে গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে কি না, না রাখাই হবে, এই ইস্যু নিয়েও কমিশনে দীর্ঘ আলোচনা হয়।
প্রায় সাত ঘণ্টার বৈঠকেও সনদ বাস্তবায়নের প্রস্তাবের খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি। কমিশনের একাধিক সূত্র জানায়, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় আরও মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগামী শনিবার বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে পুনরায় আলোচনায় বসবে কমিশন, সেখানে প্রয়োজনীয় সংশোধনী এনে চূড়ান্ত ড্রাফট অনুমোদনের চেষ্টা করা হবে।


















