কালবৈশাখীর তাণ্ডবে ৫জনের মৃত্যু, বহু ঘরবাড়ি বিধ্বস্ত
- আপডেট সময় : ০৯:৫২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় মোখা দিয়ে টানা খরা ও দাবদাহের আপাতত অবসান। তবে মোখায় উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত না হলেও কালবৈশাখীতে ৫ জনের মৃত্যু, আহত হয়েছে অন্তত ১২৩ জন, বজ্রপাতে প্রাণ হারায় ১৫টি গবাদি পশুর, শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্তর সংখ্যা ২৫০০টি ছাড়ায়। বিদ্যুতের খুঁটি ভেঙে এবং গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
ঝড়ে ধান, ভুট্টা, কলা, আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসলের ক্ষয়ক্ষতি ব্যাপক মঙ্গলবার রাত এবং বুধবার কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হবার এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, রংপুরের পীরগাছায় কয়েক মিনিটের ঝড়ে ১৫ গ্রামের ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নারী, শিশুসহ আহত অন্তত ২০ জন। একই সময় কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের একটি ভবন ধংসস্তূপে পরিণত হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গ্রামগুলোর ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, কলা, আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে গরু ও ভেড়া চরাতে গিয়ে বজ্রপাতে ২৭ বছরের সজিব হোসেন প্রামাণিক নামের খামারির মৃত্যু হয়েছে।
জামালপুর সদরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক উসমান গনি (২৫) এবং মঙ্গলবার রাতে জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় বটগাছ উপড়ে পড়ে দোকান মালিক সুজন মিয়ার (৩৫) মৃত্যু হয়।
খুলনার শিপসা নদীতে ঝড়ের কবলে কার্গো জাহাজ ডুবে কালাম খলিফা (২৮) নামের এক শ্রমিক মারা গেছে। মঙ্গলবার রাতে দুর্ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর বুধবার জাহাজের ইঞ্জিনকক্ষের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
মৌলভীবাজারের কুলাউড়ায় বজ্রপাতে মতি কানু (৪২) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার টিলাগাঁও ইউনিয়নে অবস্থিত লংলা চা-বাগানের পানিকুচি লেক এলাকার দুর্ঘটনা।




















