সংবাদ শিরোনাম ::
কর্মীদের সরাতে কাবুলে মার্কিন সেনা
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০১:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১ ২৬৪ বার পড়া হয়েছে
ছবি গার্ডিয়ান
কাবুলে মার্কিন দূতাবাস কর্মী এবং অন্যান্য বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে আমেরিকান সৈন্যরা কাবুলে প্রবেশ করেছে। শনিবার একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে একথা বলেছেন বলে জানা গিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, পেন্টাগনের তরফে বলা হয়েছে, একটি পদাতিক ব্রিগেড যুদ্ধ দলও উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে কুয়েতে চলে যাবে এবং প্রয়োজন হলে কাবুলের নিরাপত্তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার বাহিনী হিসেবে কাজ করবে।
ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোও সেনা পাঠাচ্ছে কারণ আফগান সরকারী বাহিনীর প্রতিরোধ ভেঙে পড়ছে এবং আশঙ্কা বাড়ছে কাবুলে তালেবান হামলার মাত্র কয়েক দিন বাকি আছে।
আফগান সরকারের একজন কর্মকর্তা শুক্রবার নিশ্চিত করে জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র কান্দাহার তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে।




















