এক কলেই বাঁচল ১৮ জেলের প্রাণ
- আপডেট সময় : ১১:০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারের তলা ফেটে ডুবতে থাকে। এসময় জরুরী সেবা ৯৯৯-এ একটি কল আসে ‘বঙ্গোপসাগরের কুতুবদিয়ার কাছাকাছি আমাদের ট্রলারটি ডুবে যাচ্ছে। ট্রলারে আমরা ১৮জন জেলে রয়েছি। আমাদের বাচান।
শনিবার দুপুর নাগাদ জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে মো. জাকির হোসেন নামের এক জেলে কণ্ঠে এই আকুতি শুনে তৎক্ষণিক উদ্ধারপরতায় নেমে পড়ে কোস্টকার্ড।
কুতুবদিয়া কোস্ট গার্ডের উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলের কাছাকাছি এলাকা থেকে ডুবন্ত ফিশিং ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।
রবিবার দুপুরে সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
ফিশিং ট্রলারটি ৪ আগস্ট চট্টগ্রামের ফিশারিঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দিয়েছিল। জেলেরা সবাই লক্ষ্মীপুরের কমলনগরের অধিবাসী বলে জানা যায়।




















