এইচআরডব্লিউ বাংলাদেশ বিরুদ্ধে অবস্থান নিয়েছে
- আপডেট সময় : ০৯:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশের তরফে হিউম্যান রাইটস ওয়াচকে বলা হয়েছিল, কোনো প্রতিবেদন প্রকাশের আগে যেন তারা রিভিউ তথা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়। কিন্তু তারা সেটা করেনি। ফলে হিউম্যান রাইটস ওয়াচকে ‘এনগেজ’ না করার সিদ্ধান্ত নেয় সরকার।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) উদ্যোগে আয়োজিত ‘ডিক্যাব টক’–এ এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
শাহরিয়ার আলম বলেন, বিশ্বের মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাটির দায়িত্ব হলেও অদ্ভূত কারণে যুদ্ধাপরাধের বিচারের সময় থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রবিবার ঢাকায় ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে এমন্ত করেন শাহরিয়ার আলম। এদিকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও শান্তিরক্ষী প্রধান জাঁ পিয়ের লাক্রোয়া দুই দিনের সফরে ঢাকায় রয়েছেন।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগের ক্ষেত্রে মানবাধিকার সংক্রান্ত বিষয় যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়ে ১২ জুন বিবৃতি দিয়েছিল এইচআরডব্লিউ। গত শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এনিয়ে বিবৃতি দেয়। এছাড়া ৬ কংগ্রেস সদস্য বাংলাদেশের সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করতে না পারেন, সে জন্য নিষেধাজ্ঞার ব্যবস্থা নিতে মার্কিন প্রেসিডেন্টকে জো বাইডেনকে ২৫ মে চিঠি দেন।
এসব ঘটনাকে সামনে রেখে শাহরিয়ার আলম বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। শান্তিরক্ষা মিশনে ১০ বছর ধরে কাজ বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। ১৬৯ জন বাংলাদেশি সৈনিক জীবন দিয়েছেন। এই অর্জনকে যারা খাটো করে দেখছেন বা ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছেন, তারা বাংলাদেশের বন্ধু নন, শত্রু। তাদের কেউ কংগ্রেসম্যান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে-ই হোন, তারা শত্রু। তাদের যারা টাকা দিয়ে প্রভাবিত করেছেন, তারাও যে বাংলাদেশের শত্রু এটা চেনার সময় এসেছে।




















