উড়োজাহাজ বিধ্বস্তের দুই সপ্তাহ পর আমাজন থেকে ৪ শিশুকে জীবিত উদ্ধার
- আপডেট সময় : ১২:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের দুই সপ্তাহের বেশি সময় পর গভীর আমাজন জঙ্গল থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১১ মাস বয়সী এক শিশুও রয়েছে।
বুধবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এসব তথ্য জানিয়েছেন। একে ‘দেশের জন্য আনন্দজনক’ বলে উল্লেখ করেন তিনি।
পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য প্রকাশ করে লিখেছেন, সেনাবাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার পর এই শিশুদের পাওয়া গেছে।
১ মে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে পাইলটসহ তিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হন। উড়োজাহাজে থাকা কয়েক শিশুর খোঁজ মিলছিল না। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ১০০ সেনাকে মোতায়েন করা হয়।
সোম ও মঙ্গলবার সেনারা উড়োজাহাজটির পাইলট এবং আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। তারা উড়োজাহাজে করে জঙ্গল এলাকা থেকে স্যান হোসে দেল গুয়াভিয়ারে শহরের দিকে যাচ্ছিলেন।
অঞ্চলটিতে সড়কের সংখ্যা হাতে গোনা। নদীপথে যাতায়াতও কঠিন। এ কারণে সাধারণত আকাশপথে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করতে হয়।




















