ঈদুল আযাহা উদযাপন করা হচ্ছে
- আপডেট সময় : ১২:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন হচ্ছে।
বৃহস্পতিবার সকাল সাতটায় রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হয়। ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
অপর দিকে সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমের ঈদ জামাতে এবার মুসল্লিদের উপস্থিতি কম দেখা গেছে।
সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নারীদের জন্যও সেখানে আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।
জাতীয় ঈদগাহের জামাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ সংসদ সদস্যরা নামাজ আদায় করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারেও ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এক ঘণ্টা পর পর জামাত অনুষ্ঠিত হয়।




















