ইমরানকে গ্রেফতার পাক সেনাবাহিনীতে বিভক্তি
- আপডেট সময় : ০৭:০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার ঘটনায় সেনাবাহিনীতে বিভক্তির সৃষ্টি হয়েছে। সেনাপ্রধানও আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছেন। সোমবার ভারতের সংবাদ মাধ্যম সিএনএন-নিউজ-১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা স ংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি লক্ষ্য করা গেছে। এমনকি সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসিম মুনিরও বাহিনীর মধ্যে দুর্বল হয়ে পড়েছেন।
ওই শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন, কমান্ডাররা তাদের পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সংকটে চিফ অব স্টাফ অব আর্মড ফোর্সেস অব পাকিস্তান জেনারেল অসিম মুনিরের অপেশাদারিত্বে ‘কমান্ড অব পাকিস্তান’ সমস্যার মধ্যে পড়েছে।
এর আগে শনিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বলেছেন, আমাদের বুঝতে হবে, পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে কত বড় অত্যাচার হয়েছে।
আল-কাদির ট্রাস্ট মামলায় জামিনে মুক্ত হয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান শনিবার লাহোরে তার জামান পার্কের বাসা থেকে জাতির উদ্দেশে ভার্চ্যুয়ালি দেওয়া ভাষণে এসব কথা বলেন। তার ভাষণ ইউটিউবে প্রচারিত হয়।




















