আসছে আরও ১০ লাখ ডোজ টিকা
- আপডেট সময় : ১২:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে
সেপ্টেম্বরের মধ্যে আসবে ৫০ লাখ ডোজ টিকা
চলতি সপ্তাহেই ১০ লাখ ডোজ টিকা আসার বার্তা আগেই দিয়েছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সে অনুযায়ী করোনার এই টিকা ঢাকা পৌঁছাবে সন্ধ্যা নাগাদ।
এদিন বিদেশমন্ত্রী ড. কে এম আবদুল মোমেন, স্বাস্থ্যমনস্ত্রী জাহিদ মালেক এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত রবার্ট মিলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করার কথা রয়েছে।
করোনা মোকাবিলায় কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের এই ১০ লাখ ডোজ টিকা সোমবার আসছে। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট এ টিকার
চালান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে সন্ধ্যা সাতটা নাগাদ। স্বাস্থ্য মন্ত্রকের এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে। এরই অংশ হিসেবে এদিন সন্ধ্যায় ১০ লাখ ডোজ টিকা আসছে। বাকি ৫০ লাখ টিকা সেপ্টেম্বরের মধ্যেই আসার কথা রয়েছে।




















