ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঙ্গলবার ভারতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের যৌথ  বাহিনী প্রধানের সাক্ষাৎ কাপ্তাই লেক জাতীয় সম্পদ, সংরক্ষণে জরুরি উদ্যোগ দরকার, মৎস্য উপদেষ্টা আরপিও সংশোধনে আপত্তি, জোটের ভোটে পছন্দের প্রতীক চায় বিএনপি বনলতা এক্সপ্রেসে সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশি বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ফার্মগেটে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু আড়াই কেজির ইলিশ ঘিরে উৎসবের আমেজ, বিক্রি ৯ হাজার টাকায় ১৯ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক, ঢাকায় পাক মন্ত্রী মেঘনা পারে উৎসবের আমেজ: মধ্য রাতে নদীতে নামেন উপকূলের জেলেরা চিড়িয়াখানার প্রাণিদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

আরপিও সংশোধনে আপত্তি, জোটের ভোটে পছন্দের প্রতীক চায় বিএনপি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৫:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ইসমাইল জবিউল্লাহ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর ২০ ধারায় প্রস্তাবিত সংশোধনের বিরোধিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি বলছে, জোটবদ্ধ দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী জোটের যে কোনো প্রতীকে ভোট করার সুযোগ থাকা উচিত।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ। বৈঠকে দলের প্রতিনিধি দলে ছিলেন ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

ইসমাইল জবিউল্লাহ বলেন, অতীতে বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে নিজেদের বা জোটের অন্য কোনো দলের প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছে— যা তাদের গণতান্ত্রিক অধিকার। এতে কোনো জটিলতা বা সমস্যা সৃষ্টি হয়নি। তাই দীর্ঘদিনের প্রচলিত এ প্রক্রিয়া পরিবর্তনের প্রয়োজনীয়তা নেই।

তিনি জানান, আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাবের বিষয়ে বিএনপি পূর্বেই আপত্তি জানিয়েছিল এবং সরকারকে অবহিত করেছে। এমনকি সরকারের উচ্চপর্যায়ের আলোচনায়ও বিএনপিকে আশ্বস্ত করা হয়েছিল যে এ ধারায় পরিবর্তন আনা হবে না। কিন্তু হঠাৎ করে সংবাদ মাধ্যমে বিপরীত তথ্য প্রকাশিত হওয়ায় তারা উদ্বিগ্ন।

বিএনপি মনে করে, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক নির্বাচনের অধিকার তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকার খর্ব করা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। দলটি আগের বিধান বহাল রাখার জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

জোট গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে জয়ী হওয়া উল্লেখ করে তিনি বলেন, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ চাওয়ার অধিকার আছে। এবং এই যাবৎ এ প্রক্রিয়াতেই জোটবদ্ধ দলগুলোর চাহিদা অনুসারে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এবং এতে কোন সমস্যা সৃষ্টি হয় না। এই বহুল প্রচলিত প্রক্রিয়া এবং পদ্ধতি পরিবর্তনের কোন প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে তা আমাদের বোধগম্য না। তাছাড়া নির্বাচনে প্রধান স্টেকগুলো অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে কোন আনুষ্ঠানিক প্রাক কনসাল্টেশন ছাড়াই এমন একটা মেজর সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আরপিও সংশোধনে আপত্তি, জোটের ভোটে পছন্দের প্রতীক চায় বিএনপি

আপডেট সময় : ০৫:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর ২০ ধারায় প্রস্তাবিত সংশোধনের বিরোধিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি বলছে, জোটবদ্ধ দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী জোটের যে কোনো প্রতীকে ভোট করার সুযোগ থাকা উচিত।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ। বৈঠকে দলের প্রতিনিধি দলে ছিলেন ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

ইসমাইল জবিউল্লাহ বলেন, অতীতে বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে নিজেদের বা জোটের অন্য কোনো দলের প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছে— যা তাদের গণতান্ত্রিক অধিকার। এতে কোনো জটিলতা বা সমস্যা সৃষ্টি হয়নি। তাই দীর্ঘদিনের প্রচলিত এ প্রক্রিয়া পরিবর্তনের প্রয়োজনীয়তা নেই।

তিনি জানান, আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাবের বিষয়ে বিএনপি পূর্বেই আপত্তি জানিয়েছিল এবং সরকারকে অবহিত করেছে। এমনকি সরকারের উচ্চপর্যায়ের আলোচনায়ও বিএনপিকে আশ্বস্ত করা হয়েছিল যে এ ধারায় পরিবর্তন আনা হবে না। কিন্তু হঠাৎ করে সংবাদ মাধ্যমে বিপরীত তথ্য প্রকাশিত হওয়ায় তারা উদ্বিগ্ন।

বিএনপি মনে করে, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক নির্বাচনের অধিকার তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকার খর্ব করা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। দলটি আগের বিধান বহাল রাখার জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

জোট গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে জয়ী হওয়া উল্লেখ করে তিনি বলেন, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ চাওয়ার অধিকার আছে। এবং এই যাবৎ এ প্রক্রিয়াতেই জোটবদ্ধ দলগুলোর চাহিদা অনুসারে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এবং এতে কোন সমস্যা সৃষ্টি হয় না। এই বহুল প্রচলিত প্রক্রিয়া এবং পদ্ধতি পরিবর্তনের কোন প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে তা আমাদের বোধগম্য না। তাছাড়া নির্বাচনে প্রধান স্টেকগুলো অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে কোন আনুষ্ঠানিক প্রাক কনসাল্টেশন ছাড়াই এমন একটা মেজর সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।