আমেরিকার হয়ে কাজ করেছেন এমন শতাধিক সাংবাদিককে আফগানে ফেলে আসে মার্কিন বাহিনী

- আপডেট সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ২৮৩ বার পড়া হয়েছে
গত ৩০ আগস্ট আফগানিস্তান ত্যাগ করেছে মার্কিন সেনারা। ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও একদিন আগেই কাবুল বিমানবন্দর থেকে আমেরিকার শেষ উড়োজাহাজটি উড্ডয়ন করে।
এসময় আমেরিকার হয়ে কাজ করেছেন, এমন শতাধিক সাংবাদিককে আফগানে ফেলে আসে মার্কিন বাহিনী। তবে তার আগে ১ লাখ ২৩ হাজার মার্কিনি ও তাদেরকে সহায়তাকারী আফগান নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আমেরিকার হয়ে কাজ অনেক আফগানকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নেওয়া হয়েছে। কিন্তু যারা আমেরিকার অর্থায়নে পরিচালিত গণমাধ্যমে কাজ করতেন এমন বহু সংখ্যক
সাংবাদিককে মার্কিন বাহিনী রেখেই চলে এসেছে। তালেবানি শাসনে ‘প্রতিশোধের’ শঙ্কায় ভুগছেন এসব সাংবাদিক।
মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর বরাত দিয়ে ‘আল-জাজিরা’ জানিয়েছে,
আফগানিস্তানে ছাড়া পড়া এসব সাংবাদিকের মধ্যে এমন শতাধিক গণমাধ্যমকর্মী রয়েছেন, যারা কাজ করতেন মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি লিবার্টির আফগান শাখা ও
রেডিও ইউরোপে। তাদের পরিবারে রয়েছে চার শতাধিক সদস্য যারা সবাই রয়েছেন গিয়েছেন আফগানিস্তানে।