‘আপেল আর কমলার তুলনা নয়’ রাহুল-প্রিয়াঙ্কার বক্তৃতা নিয়ে রেণুকা চৌধুরীর মন্তব্য
- আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী রেণুকা চৌধুরী বলেছেন, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বক্তৃতা নিয়ে তুলনা করা মোটেই যুক্তিসংগত নয়। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, এই দুই ভাইবোন একেবারেই আলাদা ব্যক্তিত্ব, তাদের কথা বলার ধরন, উপস্থাপন, রাজনৈতিক ভাষা সবকিছুই ভিন্ন।
তাই তাদের এক পাল্লায় মাপা আপেল আর কমলার তুলনা করার মতো যা অর্থহীন।
চৌধুরী বলেন, দু’জনই সংসদে ভিন্ন ভিন্ন বিষয়ে কথা বলেছেন। তাই তাদের বক্তব্যকে তুলনার ভিত্তি বানানো মানসিকভাবে অবাস্তব। তিনি বলেন, প্রিয়াঙ্কা খুব ভালো কথা বলেছেন। তিনি যা বলতে চেয়েছেন, খুব পরিষ্কারভাবে বলেছেন।
রাহুলও তার নিজস্ব ধরণে অন্য একটি বিষয় তুলে ধরেছেন। দুজনের ধরনই আলাদা এটাই স্বাভাবিক।
তার ভাষায়, আমরা খুবই স্টেরিওটাইপিকাল চিন্তা করি। মনে করি সবার বক্তৃতা একই রকম হওয়া উচিত। কিন্তু বাস্তবে তা হয় না। প্রত্যেকে নিজের মতো করে কথা বলে। দু’জনই তাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন।
কে বেশি ভালো বক্তা এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে রেণুকা চৌধুরী আবারও বলেন, একজনকে অন্যজনের সঙ্গে তুলনা করা ঠিক নয়। কারণ দু’জনই স্বতন্ত্র, এবং নিজেদের মতো করেই কথা বলেন।



















